বিসিবি নির্বাচন ২০২৫
বিসিবি নির্বাচন ২০২৫

বিসিবি নির্বাচন ২০২৫ ফলাফল। নির্বাচিত নতুন সভাপতি ও পরিচালক বৃন্দ কারা?

৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে কারা হলেন নতুন পরিচালক? কে কত ভোটে নির্বাচিত হলেন?বিসিবি সভাপতির বেতন কত?বিসিবি নির্বাচন নিয়ে তামিম ইকবালের প্রতিক্রিয়া কি ? সবকিছু বিস্তারিত জানতে নিচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

বিসিবি নির্বাচন ২০২৫

নানান গুঞ্জন ও নাটকীয়তার মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল 2025 সালের বিসিবি নির্বাচন।গেল কদিন ধরেই বিসিবির নির্বাচন নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা চলমান ছিল। বিভিন্ন ক্লাব ও ব্যক্তিবর্গ থেকে এসেছিল বয়কটের ডাক। অবশেষে সকল সংকট উপেক্ষা করে একরকম উৎসবহীন পরিবেশেই নির্বাচন সম্পূর্ণ হয়।

ইন্ডিয়া এশিয়া কাপের স্কোয়াড ২০২৫

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত চলমান ভোটগ্রহন শেষে সন্ধায় ফলাফল ঘোষণা করা হয়।বিভিন্ন ক্লাব ও সংগঠন থেকে নির্বাচন বর্জন করায় অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরাজিত দের মধ্যে অনেকেই নির্বাচন প্রভাবিত হয়েছে বলে দাবি করেন।

মোট ৩ টি ক্যাটাগরি তে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন বর্জন করার কারণে ক্যাটাগরি ১ ও ক্যাটাগরি ২ এ তেমন প্রতিদ্বন্দ্বিতা না হলেও ক্যাটাগরি ৩ এ কেউ নির্বাচন বয়কট না করায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯১ জন। কিন্তু অনেকেই নির্বাচন করায় মোট ভোটার ছিল ১৫৬। এই ১৫৬ জনের মধ্যে মাত্র ১১৫ জন ভোট দিয়েছেন।

বিসিবি নির্বাচন ২০২৫ ফলাফল ও পরিচালকদের তালিকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য

কাউন্সিলরদের ভোটে ৩ টি ক্যাটাগরি ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সদস্যবৃন্দ

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) এ সাতটি বিভাগের মধ্যে মূলত ২ টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।ঢাকা বিভাগে নির্বাচন হলেও আগের দিন প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচন বর্জন করায় সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ও সহ সভাপতি পদে নাজমুল আবেদীন ফাহিম ১৫ টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান এবং রাজশাহী বিভাগ থেকে মোখলেছুর রহমান উভয়ই সাতটি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

নির্বাচন বর্জন করায় পূর্বেই বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন ,সিলেট বিভাগ থেকে রাহাত শামস , খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী এবং চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল ও আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নির্বাচিত হন

ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) এ পরিচালক পদে মোট প্রার্থী ছিলেন ১৭ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন 12 জন । মোট ভোট সংখ্যা ছিল ৭৬ টি এবং ভোট কাস্টিং হয়েছে ৪২ টি।

প্রার্থীর নাম্প্রাপ্ত ভোট
ফারুক আহমেদ৪২
আবুল বাশার৪০
মোহাম্মদ মনজুর আলম ৩৯
মোঃ মোকসেদুল কামাল ৪১
ফাইয়াজুর রহমান৪০
আমজাদ হোসেন ৪১
এম নাজমুল ইসলাম৩৭
মেহরাব আলম চৌধুরী ৪১
ইশতিয়াক সাদেক৪২
আদনান রহমান দীপন৪০
ইফতেখার রহমান৩৪
শানিয়ান তাসনিম নাভিন৪২

ক্যাটাগরি ৩ এ (বিশেষ সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান) দুজন প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল লড়াই করেছেন। তাদের মধ্যে খালেদ মাসুদ পাইলট ৩৫-৭ ভোটে ভূমিধ্বস বিজয় অর্জন করেন।

এছাড়াও ইশফাক আহসান ও ফয়সাল আশিক নামে দুজন ব্যাবসায়ী জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।তবে ইশফাক হাসান কে নিয়ে নানা ধরনের জটিলতায় সৃষ্টি হওয়ায় তার জায়গায় অন্য একজন নারী সদস্য কে স্থলাভিষিক্ত করা হতে পারে।

বিসিবি সভাপতি কে

২০২৫ সালের বিসিবি নির্বাচনে নতুন সভাপতি কে হলেন সে সম্পর্কে আমরা নিচে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে

আমিনুল ইসলাম বুলবুলের পরিচয়

১৯৬৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই ক্রিকেটার। তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ১ম সেঞ্চুরিয়ান হিসেবে সবচাইতে জনপ্রিয়। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের হাতে খড়ি হয়।সেই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই বাংলাদেশের হয়ে সর্বপ্রথম সেঞ্চুরি হাকান ডাহাতি এই ব্যাটার।

তিনি বাংলাদেশ দলের হয়ে ১৩ টি টেস্ট ও ৩৯ টি ওয়ানডে ম্যাচ খেলেন ও বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার হিসেবে বিদেশি কোন টুর্নামেন্টে সুযোগ পান। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও নতুন দের সুযোগ দেওয়ার অজুহাতে তাকে বাদ দেওয়া হয়। ফলে অভিমান করে তিনি ২০০২ সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন এবং অস্ট্রেলিয়ায় শিফট হন।

সেখানে গিয়ে তিনি ক্রিকেট কোচিং এর লেভেল 2 সম্পূর্ণ করেন এবং নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে যুক্ত হন। পরবর্তীতে দেশে ফিরে আবাহনী লিমিটেডের কোচ হিসেবে দায়িত্ব নেন এবং ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেন।

এছাড়াও তিনি দীর্ঘ সময় ধরে আইসিসি ও এসিসির বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন।আইসিসির অধীনে গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে তিনি এশিয়ান অঞ্চলে ব্যাপক কাজ করেছেন।উল্লেখ্য আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশে তিনি ক্রিকেটের ব্যাপক প্রসার ঘটিয়েছেন। আফগানিস্তানের যে তিনটি হাইপারফরমেন্স সেন্টার আছে সেগুলোর নির্মাণের মাস্টার প্ল্যানার তিনি।

বুলবুল কে চীনার ক্রিকেটের জনক বলা হয়।এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্ম প্রকাশের কাজ করেছিলেন তিনি। বলা হয়ে থাকে চীনে প্রথম ব্যাট বল ধরা ব্যক্তি তিনি।

ফারুক আহমেদ পদত্যাগ করায় তিনি ৪ মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব নেন।পরবর্তীতে সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে পরবর্তী চার বছরের জন্য বিসিবির সভাপতি দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই অধিনায়ক।

বিসিবি সভাপতির বেতন কত?

এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয় নি। তবে এই ধরনের বেতন ভাতা খাতে বিপুল অর্থ ব্যয় হয়।সর্বশেষ ২০২১-২৩ অর্থবছরে বেতন ভাতা বাবদ প্রায় 66 কোটি টাকার হিসেব দেওয়া হয়েছে।

তামিম ইকবাল নির্বাচন

শুরু থেকেই নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ করে আসছিলেন সাবেক এ ওপেনার ব্যাটসম্যান। সবশেষ ১ অক্টোবর রোজ বুধবার সকাল বেলায় তিনি বিসিবি তে গিয়ে নির্বাচন থেকে নিজের নাম উঠিয়ে নেন এবং ইলেকশন ফিক্সিং নিয়ে প্রশ্ন তুলেন।
এসময় তামিম সহ আরও ১৫ জন প্রার্থী তাদের নমিনেশন প্রত্যাহার করে নেন। ইকবাল খান জানান যে , যারা নির্বাচন বয়কট করেছেন তাদের ভোট ব্যাংক যথেষ্ট স্ট্রং ছিল।কিন্তু এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মূলত ৩০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার থার্ড ডিভিশন ক্রিকেট লীগের ১৫ টি ক্লাব প্রতিনিধিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।ধারণা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করেই তামিম সহ অন্যান্যরা নমিনেশন প্রত্যাহার করেছেন। যদিও শেষমেশ এই ১৫ টি ক্লাব ভোটারের তালিকায় যুক্ত হয়।

নির্বাচনের দিন অর্থাৎ 6 অক্টোবর গুঞ্জন উঠে তামিম ইকবাল বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন।কিন্তু পরবর্তীতে একটি ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে তিনি জানান অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভোট দেননি।মূলত দেশের বাহিরে থাকার কারণে তিনি ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *