বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকা শহরের মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়।বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নর্থ আমেরিকা ইউনিভার্সিটির পাঠদান পদ্ধতি অনুসরণ করে থাকে
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ভর্তি বিজ্ঞপ্তি 2025 যোগ্যতা, খরচ, টিউশন ফি,
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) এর স্থায়ী ক্যাম্পাসটি ঢাকার মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে ৭ একর আয়তনের স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, যা বেরীবাঁধ, মিরপুরে অবস্থিত।
আজকের এই আর্টিকেলটিতে আমরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা AIUB সকল তথ্য সম্পর্কে জানব ।যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা,ভর্তি খরচ, টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি 2025 ,সাবজেক্ট লিস্ট ,বিভিন্ন ল্যাব ফি,উপাচার্যের তালিকা,প্রতি সেমিস্টার ক্রেডিট,কয়টি সেশন,নূন্যতম কত জিপিএ লাগে এবং মোট খরচ সম্পর্কে ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত,ক্যাম্পাস, ঠিকানা ,মোট সিট, বিশ্ববিদ্যালয়টি বিবিএ – এর জন্য ভালো কিনা ,এর রেঙ্কিং কত ইত্যাদি সম্পর্কে জানতে পারবো।তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যায়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি 2025 ভর্তি যোগ্যতা, ভর্তি খরচ, টিউশন ফি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট লিস্ট
স্নাতক / Undergraduate প্রোগ্রাম সমূহ:
Accounting(হিসাবরক্ষণ) |
Management(ব্যবস্থাপনা) |
Marketing(বিপণন) |
Finance(অর্থসংস্থান) |
Computer Science & Engineering(কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) |
Mathematics & Statistics(গণিত ও পরিসংখ্যান) |
Electrical & Electronic Engineering / Electrical & Electronics Engineering(তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল) |
Textile Engineering(বস্ত্র প্রকৌশল) |
English(ইংরেজি) |
Economics(অর্থনীতি) |
Civil Engineering(পুরকৌশল) |
Computer Science & Information Technology(কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি) |
Architecture(স্থাপত্য) |
Environment and Development Economics(পরিবেশ ও উন্নয়ন অর্থনীতি) |
Bachelor of Laws (LLB) (আইন স্নাতক) |
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ কত ও টিউশন ফি ২০২৫
স্নাতকোত্তর / Post Graduate প্রোগ্রাম সমূহ :
Master of Business Administration(ব্যবসায় প্রশাসনের মাস্টার) |
Bank Management(ব্যাংক ব্যবস্থাপনা) |
Mathematics(গণিত) |
English(ইংরেজি) |
English Language Teaching(ইংরেজি ভাষা শিক্ষা) |
Economics(অর্থনীতি) |
LLM (Master of Law)(আইন মাস্টার) |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ভর্তির যোগ্যতা
স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম সমূহে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা সমূহ নিচে উল্লেখ করা হলো:
স্নাতক (Undergraduate) প্রোগ্রামের ভর্তির যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ বা ২য় বিভাগ থাকা আবশ্যক।এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে বা যেকোনো এক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকা আবশ্যক।এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকা আবশ্যক।
CSE, EEE, Textile, Civil ক্ষেত্রে-
HSC বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে।
O/A লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে-
O লেভেলের ক্ষেত্রে কমপক্ষে ৫টি বিষয় এবং A লেভেলের ক্ষেত্রে কমপক্ষে ২টি বিষয় থাকতে হবে।এবং ৭টি বিষয়ে অন্তত ৪টিতে B গ্রেড বা GPA ৪.০০ এবং ৩টিতে C গ্রেড বা GPA ৩.৫০ থাকতে হবে
স্নাতকোত্তর (Graduate) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা :
এসএসসি ও এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ বা ২য় বিভাগ থাকা আবশ্যক।এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে বা যেকোনো এক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকা আবশ্যক।এবং এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকা আবশ্যক।
CSE, EEE, Textile, Civil ক্ষেত্রে-
HSC বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে।
O/A লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে-
O লেভেলের ক্ষেত্রে কমপক্ষে ৫টি বিষয় এবং A লেভেলের ক্ষেত্রে কমপক্ষে ২টি বিষয় থাকতে হবে।এবং ৭টি বিষয়ে অন্তত ৪টিতে B গ্রেড বা GPA ৪.০০ এবং ৩টিতে C গ্রেড বা GPA ৩.৫০ থাকতে হবে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি পড়ার খরচ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি স্নাতক (Undergraduate) ও স্নাতকোত্তর (Graduate) প্রোগ্রামসমূহের পড়ার খরচ প্রোগ্রাম, মোট ক্রেডিট, প্রতি ক্রেডিট টিউশন ফি ,মোট টিউশন ফি সমূহ টেবিল আকারে নিম্ন উপস্থাপন করা হলো:
স্নাতক (Undergraduate) প্রোগ্রামসমূহ:
প্রোগ্রাম | মোট ক্রেডিট | প্রতি ক্রেডিট ফি (৳) | মোট টিউশন ফি (৳) |
---|---|---|---|
B.Sc. in CSE | 150 | 3,050 | ৫,৬৮,৩৪০ |
B.Sc. in EEE | 153 | 2,850 | ৫,৩৪,৯৫০ |
B.Sc. in Civil Engineering | 163 | 2,450 | ৪,৪৫,৬০০ |
BBA | 126 | 2,850 | ৪,৪৭,৯৭০ |
LL.B (Hons.) | 144 | 2,250 | ৩,৪৬,৩৪০ |
B.Sc. in Textile Engineering | 147 | 1,750 | ২,৬১,০৭০ |
BA (Hons.) in English | 132 | 2,200 | ২,৯০,৪০০ |
স্নাতকোত্তর (Graduate) প্রোগ্রামসমূহ:
প্রোগ্রাম | মোট ক্রেডিট | প্রতি ক্রেডিট ফি (৳) | মোট টিউশন ফি (৳) |
---|---|---|---|
MBA (Regular) | 67 | 3,000 | ২,০৩,৭০০ |
Executive MBA (EMBA) | 45 | 3,200 | ১,৪৪,৬০০ |
MBM | 60 | 2,700 | ১,৬২,০০০ |
MA in English | 36 | 1,850 | ৬৭,০২০ |
MA in ELT | 42 | 1,750 | ৭৩,৫০০ |
LL.M | 36 | 2,200 | ৭৮,৮০০ |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি অন্যান্য ল্যাব ফি সমূহ
ফি-এর ধরন সমূহ | টাকার পরিমান | মন্তব্য |
আবেদন ফি | ৫০০ | সকল প্রোগ্রামের ক্ষেত্রে একই |
ভর্তি ফি | ১৫,৬০০ | প্রোগ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে |
সতর্কতা অর্থ | ৩,০০০ (স্নাতক) / ২,০০০ (স্নাতকোত্তর) | প্রত্যেক সেমিস্টারে পরিশোধযোগ্য |
অন্যান্য কার্যকলাপ ফি | ৩,০০০ | প্রত্যেক সেমিস্টারে পরিশোধযোগ্য |
রেজিস্ট্রেশন ফি | ন্যূনতম ৫,০০০ | প্রত্যেক সেমিস্টারে পরিশোধযোগ্য |
সেমিস্টার ফি | ১৩,৮৩০ | প্রোগ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে,প্রতি সেমিস্টারে ক্রেডিট সংখ্যা অনুসারে নির্ধারণ করা হয় |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি উপাচার্য গনের তালিকা সমূহ
উপাচার্য | দায়িত্বকাল |
মো. আবু সালেহ | |
মোহাম্মদ ফৈয়াজ খান | ১ জুলাই ২০২০ – ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত |
এ বি এম শওকত আলী | ১ অক্টোবর ২০২৪ – বর্তমান |
আশা করি আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)এই ভার্সিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন আরো কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম।

আমি রাহমিম খান রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আমি লেখা পড়ার পাশাপাশি লেখা লেখি করতে খুবই ভালোবাসি তাই আমার এই ব্লগ ওয়েবসাইটে আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি।