ইন্ডিয়া ক্রিকেট বোর্ড ২০২৫ এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন এই স্কোয়াডে অনেক নামিদামি প্লেয়ার জায়গা করতে পারে নাই সিরাজ, মোহাম্মদ সামি ,যশস্বী জয়সওয়াল ছাড়াও আরো অনেকে।
তবে ইন্ডিয়ার বড় নাম রোহিত শার্মা বিরাট কোহলি তারা অবসর নেওয়ার কারণে এই এশিয়া কাপ ২০২৫ এই যায় আশরে খেলবেন না।
ইন্ডিয়া এশিয়া কাপের স্কোয়াড ২০২৫
- র্যকুমার যাদব (ক্যাপটেন)
- শুভমন গিল (উপ-ক্যাপটেন)
- অভিষেক শর্মা
- তিলক বর্মা
- হার্দিক পাণ্ড্য
- শিবম দুবে
- অক্ষর প্যাটেল
- যতেশ শর্মা (উইকেটকিপার)
- জসপ্রীত বুমরাহ
- অর্শদীপ সিংহ
- বরুন চক্রবর্তী
- কুলদীপ যাদব
- সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
- হর্ষিত রানা
- রিঙ্কু সিংহ
৫ জন স্ট্যান্ড-বাই (ব্যাকআপ) খেলোয়াড়:
- যশস্বী জয়সওয়াল
- রিয়ান পরাগ
- প্রসিদ্ধ কৃষ্ণ
- ওয়াশিংটন সুন্দর
- ধ্রুব জুরেল
নির্বাচনে চমক ও আলোচনা
ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণায় বেশ কিছু চমক দেখা গেছে। বিশেষ করে, সিনিয়র খেলোয়াড় শ্রেয়স আইয়ার ও প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সওয়াল দল থেকে বাদ পড়ায় সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে বিস্তর আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, তরুণ ক্রিকেটার হর্ষিত রানা ও রিঙ্কু সিংহ-এর অন্তর্ভুক্তি নির্বাচকদের আস্থার প্রতিফলন।
স্পিন আক্রমণে কুলদীপ যাদব ও বরুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি পেস আক্রমণে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহ থাকবেন প্রধান ভরসা।
দলের শক্তি
- ব্যাটিং লাইনআপে বৈচিত্র্য: সুর্যকুমার, গিল, অভিষেক ও রিঙ্কু ভারতের মিডল অর্ডারকে শক্তিশালী করবে।
- অলরাউন্ডারদের ভরসা: হার্দিক পাণ্ড্য, শিভম দুবে ও অক্ষর প্যাটেল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের ব্যালান্স ধরে রাখবেন।

আমি রাহমিম খান রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আমি লেখা পড়ার পাশাপাশি লেখা লেখি করতে খুবই ভালোবাসি তাই আমার এই ব্লগ ওয়েবসাইটে আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি।