ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ভর্তি বিজ্ঞপ্তি 2025 যোগ্যতা, খরচ, টিউশন ফি,

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) বেসরকারি বিশ্ববিদ্যালয়টি যা ২০০২ সালে প্রতিষ্ঠাতা কাজী শহিদ আহমেদ শিক্ষার্থীদের মুক্ত ও সৃজনশীল চিন্তার মাধ্যমে সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
প্রায় ৫,৫০০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি চারটি ভবন নিয়ে গঠিত ক্যাম্পাসসহ গবেষণা ভবন,স্টেডিয়াম মানের খেলার মাঠ এবং তিনটি একাডেমিক ভবন নিয়ে প্রায় ৮০,০০০ থেকে ৯০,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত জনপ্রিয় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,ভর্তি খরচ, টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি 2025

আজকের এই আর্টিকেলটিতে আমরা ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এর সকল তথ্য সম্পর্কে জানব।যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা,ভর্তি খরচ, টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি 2025 ,সাবজেক্ট লিস্ট ,বিভিন্ন ল্যাব ফি,উপাচার্যের তালিকা,প্রতি সেমিস্টার ক্রেডিট,কয়টি সেশন,নূন্যতম কত জিপিএ লাগে এবং মোট খরচ সম্পর্কে ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত,ক্যাম্পাস, ঠিকানা ,মোট সিট, বিশ্ববিদ্যালয়টি বিবিএ – এর জন্য ভালো কিনা ,এর রেঙ্কিং কত ইত্যাদি সম্পর্কে জানতে পারবো।তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যায়।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ, টিউশন ফি ও ভর্তি বিজ্ঞপ্তি 2025

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) সাবজেক্ট লিস্ট

ব্যবসা অনুষদের বিভাগ সমূহবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভাগ সমূহমানবিক ও কলা অনুষদের বিভাগ সমূহসমাজবিজ্ঞান অনুষদের বিভাগ সমূহসাধারণ শিক্ষা বিভাগ (GED)
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)ইংরেজি ভাষা ও সাহিত্য (সম্মান)মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম (সম্মান)সাধারণ জ্ঞান ও নৈতিকতা
মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই)ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর(স্নাতকোত্তর প্রোগ্রাম পরিকল্পনায় রয়েছে)ইতিহাস, দর্শন
এক্সিকিউটিভ এমবিএ(ইএমবিএ)ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই)বাংলা ভাষা ও সাহিত্য (সম্মান)যোগাযোগ দক্ষতা
ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ)বাংলা সাহিত্যে স্নাতকোত্তরপরিবেশ, গণিত ও গবেষণা ভিত্তিক পাঠ

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) ভর্তির যোগ্যতা

SSC-HSC ক্ষেত্রে –
এসএসসি ও এইচএসসি -এ পৃথক ভাবে ন্যূনতম GPA 2.5 থাকতে হবে। এবং এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম মোট GPA 6.0 থাকতে হবে। (অতিরিক্ত বিষয় সহ)

SSC- O Level জন্য-
O- Level বা সমমানের (গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি সহ কমপক্ষে পাঁচটি বিষয় (ডি গ্রেড বা তদূর্ধ্ব) থাকতে হবে।
HSC – A Level জন্য-
A-Level বা সমমানের অন্তত 2টি বিষয় (ডি গ্রেড বা তদূর্ধ্ব) থাকতে হবে এবং ন্যূনতম GPA 2.5 থাকতে হবে।

ব্রাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি খরচ ও টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) পড়ার খরচ

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) ভর্তি হতে যে সকল খরচ হয় তার সকল তথ্যাদি নিচে টেবিল আকারে দেওয়া হল যেমন স্নাতক ও স্নাতোকোত্তর প্রোগ্রাম সমূহের টিউশন ফি ,প্রতি কেডিট টিউশন ফি ,বিভিন্ন ল্যাব ফি সহ সকল খরচ নিম্মনে উপস্থাপন করা হলো –

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) টিউশন ফি

প্রোগ্রামমোট ক্রেডিটপ্রতি ক্রেডিট ঘণ্টার ফি (BDT)আনুমানিক মোট টিউশন ফি (BDT)
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA)১২০৬,২৫০৭,৮০,০০০
মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম (MSJ)১৩৩৬,২৫০৮,৩১,২৫০
ইংরেজি ও হিউম্যানিটিজ (DEH)১৩০৬,২৫০৮,১২,৫০০
বাংলা ভাষা ও সাহিত্য (BLL)১৪১৩,০০০৪,২৩,০০০
কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE)১৪০৬,২৫০৮,৭৫,০০০
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)১৪০৬,২৫০৮,৭৫,০০০

ডেফোডিল ইউনিভার্সিটি ভর্তি খরচ, ভর্তি যোগ্যতা, টিউশন ফি ২০২৫

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) বিভিন্ন ল্যাব ফি সমূহ

প্রোগ্রামফর্ম ফিভর্তি ফিরেজিস্ট্রেশন ফিঅন্যান্য কার্যকলাপ ফিটিউশন ফি সহ মোট ফি
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA)৫০০১৫,০০০৩০,০০০২৬,০০০৮,৫১,৫০০
মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম (MSJ)৫০০১৫,০০০৩০,০০০২৬,০০০৯,০২,৭৫০
ইংরেজি ও হিউম্যানিটিজ (DEH)৫০০১৫,০০০৩০,০০০২৬,০০০৮,৮৪,০০০
বাংলা ভাষা ও সাহিত্য (BLL)৫০০১৫,০০০৩০,০০০২৬,০০০৪,৯৪,৫০০
কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE)৫০০১৫,০০০৩০,০০০২৬,০০০৯,৪৬,৫০০
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)৫০০১৫,০০০৩০,০০০২৬,০০০৯,৪৬,৫০০

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) উপাচার্যের তালিকা সমূহ

উপাচার্যসময়কাল
ইমরান রহমান২০১১ – মে ২০১৭ সাল পর্যন্ত
এইচএম জহিরুল হক২০১৭ – ২০২১ সাল পর্যন্ত
ইমরান রহমান২রা নভেম্বর ২০২১ – বর্তমান

ইউল্যাব এর মালিক কে?

ইউল্যাব বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠাতা কাজী শহিদ আহমেদ শিক্ষার্থীদের মুক্ত ও সৃজনশীল চিন্তার মাধ্যমে সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

ইউল্যাব বিশ্ববিদ্যালয় কোন শ্রেণীর?

শিক্ষার্থীদের মুক্ত ও সৃজনশীল চিন্তার মাধ্যমে সর্বোচ্চ সম্ভাবনা বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবংএটি একটি বেসরকারি উদার শিল্প-ভিত্তিক বিশ্ববিদ্যালয় ।

বাংলাদেশে ইউল্যাব রেংকিং কত?

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ইউল্যাব অন্যতম এবং এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং – সাউদার্ন এশিয়া ২০২৫-এ এটি #=২৬৩ নম্বরে রয়েছে ।

ইউল্যাবের সিইও কে?

 ইউল্যাব সিস্টেমসের ইউল্যাবের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন আমির আবোলফাথি  ।

এশিয়ায় ইউল্যাবের রেংকিং কত?

এশিয়ান বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে এর ইউল্যাবের রেংকিং সীমা ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে মর্যাদাপূর্ন কিউএস ওয়ার্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং এশিয়া ২০২৫ এ স্থান অর্জন করেছে।

ইউল্যাব কত একর?

প্রায় ৮০,০০০ থেকে ৯০,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত জনপ্রিয় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

ইউল্যাব ক্যাম্পাস কোথায় অবস্থিত?

ইউল্যাব এর প্রধান ক্যাম্পাস ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি চারটি ভবন নিয়ে গঠিত ক্যাম্পাসসহ গবেষণা ভবন,স্টেডিয়াম মানের খেলার মাঠ এবং তিনটি একাডেমিক ভবন নিয়ে প্রায় ৮০,০০০ থেকে ৯০,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত জনপ্রিয় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) ঠিকানা:

ঠিকানা: 688 বীরীবাধ রোড,মোহাম্মদপুর,ঢাকা – ১২০৭, বাংলাদেশ

ফোন নম্বর:

  • +88-02-223328001-6
  • +88-02-223361301
  • +88-02-223361255

ফ্যাক্স:+88-02-223360610

ওয়েবসাইট লিংক: ulab.edu.bd

ইউল্যাবের এর নূন্যতম যোগ্যতা কি কি

এসএসসি ও এইচএসসি -এ পৃথক ভাবে ন্যূনতম GPA 2.5 থাকতে হবে। এবং এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম মোট GPA 6.0 থাকতে হবে।

ইউল্যাবের সেমিস্টার সিস্টেম কি

ইউল্যাবের সেমিস্টার সাধারণত ত্রৈমাসিক সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রতি বছর তিনটি একাডেমিক সেমিস্টার পরিচালিত হয় যেমন :বসন্ত – জানুয়ারি থেকে এপ্রিল,গ্রীষ্ম – মে থেকে আগস্ট,শরৎ – সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই তিন সেমিস্টার সিস্টেম ।

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি 2025

তথ্যতারিখ
স্নাতক (Undergraduate)বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
স্নাতকোত্তর (Graduate)শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
কোর্স রেজিস্ট্রেশন (স্নাতক পর্যায়ে)১৩ মে ২০২৫ থেকে
প্রি-রেজিস্ট্রেশন (স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে)১৭ এপ্রিল ২০২৫ থেকে।

এছাড়াও নিম্ন লিখিত লিংক এর সাহায্যে আপনি অনলাইনে আবেদন করতে পারেন।

অনলাইন আবেদন লিংক: https://oam.ulab.edu.bdFacebook+4

Leave a Comment