2025 সালের রমজানের ক্যালেন্ডার

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সালের(Sehri Iftar Time 2025) সময় চূড়ান্তভাবে ঘোষণা করেছেন ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার সাপেক্ষে ১৪৪৬ হিজরী সালে রমজান মাস শুরু হবে আগামী ১ বা ২ মার্চ।

২০২৫ সালের রমজান কত তারিখ

পবিত্র রমজান মাসে তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী ২৮ শে ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে বলে ঘোষণা করেছেন এবং ১ই মার্চ হতে শুরু হবে পবিত্র মাহে রমজান।দেশটি জ্যোতিবিদ্যা বোর্ডের সদস্য ও রয়েল উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানেয়া জানিয়েছেন যে, আগামী ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং দেশে মার্চ মাসে ১ ই তারিখে শনিবার হতে পবিত্র মাহে রমজান শুরু হবে।

সাহরী ও ইফতারের সময়সূচি

(ঢাকা জেলার জন্য প্রযোজ্য)

পবিত্র মাহে রমযান ১৪৪৬ হিজরি, ১৪৩১ বঙ্গাব্দ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৪৪৬ হিজরি রমযান২০২৫ খ্রিস্টাগ মার্চবারসাহরীর শেষ সময়ফজরের ওয়াক্ত শুরুইফতারের সময়
*০১০২ মার্চরবিবার৫-০৪ মিঃ৫-০৫ মি:৬-০২ মিঃ
০২০৩ মার্চসোমবার৫-০৩ মিঃ৫-০৪ মিঃ৬-০৩ মিঃ
০৩০৪ মার্চমঙ্গলবার৫-০২ মিঃ৫-০৩ মিঃ৬-০৩ মিঃ
08০৫ মার্চবুধবার৫-০১ মিঃ৫-০২ মিঃ৬-০৪ মিঃ
০৬ মার্চবৃহস্পতিবার৫-০০ মিঃ৫-০১ মি:৬-০৪ মিঃ
০৬০৭ মার্চশুক্রবার৪-৫৯ মি:৫-০০ মি:৬-০৫ মিঃ
০৭০৮ মার্চশনিবার৪-৫৮ মিঃ৪-৫৯ মি:৬-০৫ মি:
০৮০৯ মার্চরবিবার৪-৫৭ মি:৪-৫৮ মি:৬-০৬ মি:
০৯১০ মার্চসোমবার৪-৫৬ মি:৪-৫৭ মি:৬-০৬ মি:
১০১১ মার্চমঙ্গলবার৪-৫৫ মি:৪-৫৬ মি:৬-০৬ মি:
১১১২ মার্চবুধবার৪-৫৪ মি:৪-৫৫ মি:৬-০৭ মিঃ
১২১৩ মার্চবৃহস্পতিবার৪-৫৩ মিঃ৪-৫৪ মি:৬-০৭ মিঃ
১৩১৪ মার্চশুক্রবার৪-৫২ মিঃ৪-৫৩ মিঃ৬-০৮ মিঃ
১৪১৫ মার্চশনিবার৪-৫১ মি:৪-৫২ মিঃ৬-০৮ মিঃ
১৫১৬ মার্চরবিবার৪-৫০ মি:৪-৫১ মিঃ৬-০৮ মিঃ
১৬১৭ মার্চসোমবার৪-৪৯ মি:৪-৫০ মি:৬-০৯ মিঃ
১৭১৮ মার্চমঙ্গলবার৪-৪৮ মিঃ৪-৪৯ মিঃ৬-০৯ মিঃ
১৮১৯ মার্চবুধবার৪-৪৭ মিঃ৪-৪৮ মি:৬-১০ মিঃ
১৯২০ মার্চবৃহস্পতিবার৪-৪৬ মি:৪-৪৭ মি:৬-১০ মি:
২০২১ মার্চশুক্রবার৪-৪৫ মি:৪-৪৬ মি:৬-১০ মি:
২১ ২২ মার্চশনিবার8-88 মি:৪-৪৫ মি:৬-১১ মিঃ
২২২৩ মার্চরবিবার৪-৪৩ মিঃ8-88 মি:৬-১১ মিঃ
২৩২৪ মার্চসোমবার৪-৪২ মিঃ৪-৪৩ মি:৬-১১ মিঃ
২৪২৫ মার্চমঙ্গলবার৪-৪১ মিঃ৪-৪২ মিঃ৬-১২মিঃ
২৫২৬ মার্চবুধবার৪-৪০ মি:৪-৪১ মিঃ৬-১২ মিঃ
২৬২৭ মার্চবৃহস্পতিবার৪-৩৯ মিঃ৪-৪০ মি:৬-১৩ মিঃ
২৭২৮ মার্চশুক্রবার৪-৩৮ মি:৪-৩৯ মিঃ৬-১৩ মিঃ
২৮২৯ মার্চশনিবার৪-৩৬ মি:৪-৩৭ মিঃ৬-১৪ মিঃ
২৯৩০ মার্চরবিবার৪-৩৫ মিঃ৪-৩৬ মি:৬-১৪ মিঃ
৩০৩১ মার্চসোমবার৪-৩৪ মিঃ৪-৩৫ মি:৬-১৫ মিঃ

১লা রমযান চাঁদ দেখার উপর নির্ভরশীল।

উল্লেখ্য, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরী ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

রোজার আরবি নিয়ত


نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়তের অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

শবে বরাতের আমল ও দোয়া, ফজিলত কি কি

Leave a Comment