(ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ, টিউশন ফি ও ভর্তি বিজ্ঞপ্তি 2025) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সুনামধর্ম অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন ১৯৯২ এর অধীনে থেকে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।টাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হলেন আলহাজ্ব প্রফেসর ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী এবং উপাচার্য হিসেবে ছিলেন প্রফেসর ড. কে এম এম মহসিন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিকে তাকালে দেখা যায় প্রকৃতপক্ষে এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর তৈরির জন্য উদ্যোগ নেয় এবং এটি বাংলাদেশ সরকারের উদ্যোগে কে সমর্থন করে এবং এটি বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন 1992 ও1998 এর অধীনে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,ভর্তি খরচ, টিউশন ফি, ভর্তি বিজ্ঞপ্তি 2025
ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয় এবং এখানে রয়েছে কঠোর একাডেমিক শৃঙ্খলা।
মৃত আলহাজ্ব প্রফেসর ডঃ এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত হন।
ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এটি ঢাকা বনানী এলাকায় অবস্থিত। কামাল রোড থেকে ৩৫০ গজ সামনে অবস্থিত। ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাস রয়েছে এবং এতে তিনটি ডিপার্টমেন্টের অধীনে ১৪ বিষয় রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ডে এবং ইভিনিং দুটি শিফট রয়েছে অনার্সদের জন্য ডে শিফটে ক্লাস হয় এবং মাস্টার্সদের ডে এবং ইভিনিং দুই শিফটে ক্লাস রয়েছে। এদের কোন নির্দিষ্ট ক্যাম্পাস নেই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেটিং পদ্ধতিতে ফলাফল পেয়ে থাকে।
Dhaka International University Admission Eligibility 2025
ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ভর্তি যোগ্যতা সম্পর্কে জানা আবশ্যক। ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে সর্বপ্রথম ভর্তির যোগ্যতা সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে আবেদন করে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা হিসেবে এসএসসি এবং এইচএসসিতে প্রার্থীকে কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে এবং আলাদা আলাদা ভাবে।
Dhaka International University PROGRAMS FEE STRUCTURE
Programs Name | Duration | Credit | Admission Fee | Total Fees |
---|---|---|---|---|
B.A in English | 4 years | 141 | 15000 | 400000 |
Microbiology | 4 Years | 157 | 20000 | 500000 |
Biochemistry & Molecular Biology | 4 Years | 157 | 20000 | 500000 |
BSS (Hon’s) in Political Science | 4 Years | 120 | 15000 | 370000 |
BSS in Economics | 4 years | 120 | 15000 | 370000 |
BSS in Sociology | 4 years | 120 | 15000 | 370000 |
LL.B | 4 years | 143 | 100000 | 900000 |
B. Pharm | 4 years | 165 | 50000 | 950000 |
B.Sc in Civil Engineering | 4 years | 161.5 | 20000 | 485000 |
B.Sc in EEE | 4 years | 154 | 20000 | 430000 |
B.Sc in CSE | 4 years | 148 | 25000 | 700000 |
BBA | 4 years | 141 | 20000 | 430000 |
M.Sc in CSE | 1.5 year | 36 | 15000 | 84000 |
RMBA | 1 year | 36 | 15000 | 75000 |
M.A in English | 1 year | 36 | 15000 | 70000 |
M.A in English | 2.5 years | 66 | 15000 | 140000 |
EMBA | 2 years | 66 | 15000 | 84000 |
MSS in Sociology | 1 year | 30 | 15000 | 50000 |
MSS in Sociology | 2 years | 66 | 15000 | 70000 |
MHRL | 2 years | 64 | 15000 | 110000 |
MSS in Political Science | 01 Year | 30 | 15000 | 165000 |
MSS in Economics | 1 Year | 30 | 15000 | 165000 |
LL.M | 2 years | 64 | 15000 | 70000 |
LL.M | 1 year | 40 | 15000 | 60000 |
dhaka international university tuition fees
(ডে) বিবিএ (৪ বছর) | ২,৩০,০০০ টাকা, |
(ইভিনিং) বিবিএ (৪ বছর) | ১,৬০,০০০ টাকা, |
এক্সিকিউটিভ এমবিএ | ১,২০,০০০ টাকা, |
রেগুলার এমবিএ (১ বছর) | ৬৫,০০০ টাকা। |
Dhaka International University Fees
ভর্তি ফি | ১০,০০০ টাকা, |
ল্যাব ফি | ১,০০০ টাকা, |
সংস্কৃতি ও খেলাধুলা ফি | ২,০০০ টাকা, |
লাইব্রেরী ডেভেলপমেন্ট ফি | ৫০০ টাকা, |
পরীক্ষার ফি | ৫০০ টাকা। |
dhaka international university subject list and Department
Department:
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)
- ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিকস্ প্রকৌশল বিভাগ (ইইই)
- পুরকৌশল বিভাগ
- ব্যবসায় প্রশাসন বিভাগ
- আইন বিভাগ
- ফার্মেসী বিভাগ
- ইংরেজি বিভাগ
- সমাজবিজ্ঞান বিভাগ
- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- ডেভেলপমেন্ট স্টাডিজ
subject list :
Programs Under the Arts & Social Sciences Faculty
Name Of Program | Duration | Credit |
---|---|---|
B.A in English – Hons (First Shift) | 4 years | 141 |
BSS in Sociology – Hons (First Shift) | 4 years | 120 |
BSS in Economics – Hons (First Shift) | 4 years | 120 |
BSS (Hon’s) in Political Science – Hons (First Shift) | 4 Years | 120 |
M.A in English – Masters | 1 year | 36 |
M.A in English – Masters | 2.5 years | 66 |
MSS in Sociology – Masters | 1 year | 30 |
MSS in Sociology – Masters | 2 years | 66 |
MSS in Political Science – Masters | 01 Year | 30 |
Programs Under the Business Studies Faculty
Name Of Program | Duration | Credit |
---|---|---|
BBA – Hons (First Shift) | 4 years | 141 |
EMBA – Masters | 2 years | 66 |
RMBA – Masters | 1 year | 36 |
MSS in Economics – Masters | 1 Year | 30 |
Programs Under the Science & Engineering Faculty
Name Of Program | Duration | Credit |
---|---|---|
B.Sc in CSE – Hons (First Shift) | 4 years | 148 |
B.Sc in EEE – Hons (First Shift) | 4 years | 154 |
B.Sc in Civil Engineering – Hons (First Shift) | 4 years | 161.5 |
B. Pharm – Hons (First Shift) | 4 years | 165 |
Biochemistry & Molecular Biology – Hons (Friday/Saturday) | 4 Years | 157 |
Microbiology – Hons (Friday/Saturday) | 4 Years | 157 |
M.Sc in CSE – Masters | 1.5 year | 36 |
Programs Under the LAW Faculty
Name Of Program | Duration | Credit |
---|---|---|
LL.B – Hons (First Shift) | 4 years | 143 |
LL.M – Masters | 1 year | 40 |
LL.M – Masters | 2 years | 64 |
MHRL – Masters | 2 years | 64 |
dhaka international university tuition fee calculator
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফ্রী ক্যালকুলেশন দেখতে এই ওয়েবসাইটে ক্লিক করুন Course Fee Calculation
Dhaka International University Admission Application
যারা ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ভর্তি আবেদন সংক্রান্ত অনেক তথ্য জানতে হবে, যেমন পরীক্ষার পূর্বে যারা ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে এডমিশন অফিস থেকে ৪০০ টাকার বিনিময়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। এবং তা পূরণ করে অফিসে যথাসময়ের মধ্যে জমা দিতে হবে। অথবা তাদের ওয়েবসাইটে http://www.diu.net.bd/ ঢুকে অনলাইনে আবেদন পত্র সংগ্রহ করে ৪০০ টাকা দিতে পারেন। উত্তীর্ণ প্রার্থীরা এডমিশন অফিসে যোগাযোগ করবে এবং ভর্তির খরচ 10000 টাকা লাগবে।
Dhaka International University Credit Transfer
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করতে হলে নূন্যতম জিপিএ ৩.৭৫ থাকলে দেশের ট্রান্সফার করা যায়। বিদেশে ভার্সিটি থেকে ক্রেডি ট্রান্সফার করা যায় না। যদি শিক্ষার্থী নিজের করতে চায় তাহলে সে পারবে।
Dhaka International University Semester fees
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতি সেমিস্টার ফি গড়ে ১,৫০০টাকা ধরা হয় এবং প্রতি ক্রেডিট ফি বিষয়ে অনুযায়ী ঘরে ২০০০ টাকা ধরা হয় বছরে সেমিস্টার ৮ টি প্রত্যেক ৬ মাস পর পর একটি সেমিস্টার পরীক্ষা হয়ে থাকে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ব্যবস্থা
ফোন: ০২-৯১৩৭৫৬৮/০১৬৭০-৭৬১৭১৯
ই-মেইল: info@diu.edu.bd
ওয়েব সাইট: http://www.diu.net.bd/