ব্রাক বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ব্রাক বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচ ও টিউশন ফি, ব্রাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ব্রাক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এবং বর্তমানে উপাচার্য কে, ব্রাক বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু হবে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কিনা ইত্যাদি সংক্রান্ত নিয়ে আজকে আমাদের এই আলোচনা চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যায়।
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হল ব্রাক বিশ্ববিদ্যালয়। যেটি ২০০১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 এর অধীনে ফজলে হাসান আবেদ এর সংস্থার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
ডেফোডিল ইউনিভার্সিটি ভর্তি খরচ, ভর্তি যোগ্যতা, টিউশন ফি ২০২৫
এটি ২০০১ সালে ঢাকার মহাখালীতে মাত্র তিনটি বিভাগ এবং ৮০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় এবং ২০০৬ সালের জানুয়ারিতে এটিতে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয় বৃদ্ধির সাথে সাথে প্রোগ্রামের সংখ্যা বৃদ্ধি পায় এবং স্নাতকোত্তর ডিগ্রি চালু হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয় এবং গবেষণার জন্য যথাযোগ্য পরিবেশ রয়েছে, বিশাল লাইব্রেরী সহ ব্যতিক্রমী কার্যক্রম যা স্টুডেন্টদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগ্রহ জন্মে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ
যারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভর্তির খরচ ৫০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয় মধ্যে অবস্থিত রয়েছে, প্রশাসনিক ভবন থেকে সকল প্রকার তথ্য সংগ্রহ করা হয় এবং সেখানে প্রত্যেক সেমিস্টার ফি ৫০ হাজার টাকা এবং সেমিস্টারের কম্পিউটারের ১৫০০ টাকা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি ৬০০ টাকা,এবং লাইব্রেরী ফ্রী ৭৫০টাকা।
ভর্তির খরচ | 50000 টাকা |
সেমিস্টার ফি | 50000 টাকা |
সেমিস্টারের কম্পিউটার ফি | 15000 টাকা |
স্টুডেন্ট একটিভিটি ফি | 600 টাকা |
লাইব্রেরী ফি | 750 টাকা |
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা
- SSC/সমমান এবং HSC/সমমান (অতিরিক্ত বিষয় সহ) SSC এবং HSC-তে আলাদাভাবে GPA 3.5। O-লেভেল পাঁচটি বিষয় সহ এবং A-লেভেল দুটি বিষয় সহ A-লেভেল A=5, B=4, C=3, D=2, O-লেভেল এবং A-লেভেলে আলাদাভাবে GPA 2.5।
- EEE, ECE, CSE, APE এবং পদার্থবিদ্যার জন্য আবেদনকারী প্রার্থীরা=HSC/সমমান-পদার্থবিদ্যা ও গণিতে “B” গ্রেড, পদার্থবিদ্যা ও গণিতে “C” গ্রেড।
- কম্পিউটার বিজ্ঞানে BSc এবং গণিতে BSc প্রার্থীরা=HSC/সমমান-গণিতে “B” গ্রেড, গণিতে “C” গ্রেড।
- ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশলে BSc প্রার্থীদের যাদের পদার্থবিদ্যা ও গণিত আছে কিন্তু HSC/A-লেভেল/সমমানে রসায়ন নেই, তাদের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কোর্সের পাশাপাশি রসায়নের উপর একটি প্রতিকারমূলক কোর্স করতে হবে।
- জৈবপ্রযুক্তি এবং মাইক্রোবায়োলজিতে বিএসসি করার জন্য প্রার্থীদের এইচএসসি/এ-লেভেল/সমমানের ক্ষেত্রে জীববিজ্ঞান এবং রসায়নে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। এইচএসসি/এ-লেভেল/সমমানের ক্ষেত্রে গণিত না থাকা প্রার্থীদের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কোর্সের পাশাপাশি গণিতের উপর একটি প্রতিকারমূলক কোর্স করতে হবে।
যারা চলতি বছর বা পূর্ববর্তী দুটি বছরে এইচএসসি/এ লেভেল বা স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিভাগ সমূহ
ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অনুষদ সমূহ নিচে তুলে ধরা হলো:
বিভাগ | অনুষদ |
---|---|
স্থাপত্য | অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান |
ইংরেজি | ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং ( EEE) |
গনিত ও প্রাকৃতিক বিজ্ঞান | ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং |
ফার্মেসি | – |
কম্পিউটার Science ও প্রকৌশল |
ব্রাক ইউনিভার্সিটির টিউশন ফিস
ডিগ্রির নাম সমূহ | মোট ক্রেডিট | ফি |
---|---|---|
স্থাপত্যের স্নাতক | 201 ক্রেডিট | 14,26,000 টাকা |
বিবিএ | 130 ক্রেডিট | ৮,৯১,০০০ টাকা |
সিএসই (বিএসসি) | 136 ক্রেডিট | 9,57,000 টাকা |
ইসিই (বিএসসি) | 36 ক্রেডিট | 9,27,000 টাকা |
EEE (বিএসসি) | 136 ক্রেডিট | 9,27,000 টাকা |
নৃবিজ্ঞানে বিএসএস | 120 ক্রেডিট | ৮,৩১,০০০ টাকা |
অর্থনীতিতে বিএসএস | 120 ক্রেডিট | ৮,৩১,০০০ টাকা |
ইংরেজিতে বি.এ | 120 ক্রেডিট | ৮,৩১,০০০ টাকা |
এলএলবি অনার্স | 135 ক্রেডিট | 9,21,000 টাকা |
পদার্থবিজ্ঞানে বিএসসি | 132 ক্রেডিট | 9,03,000 টাকা |
বিএসসি ইন এপিই | 130 ক্রেডিট | ৮,৯১,০০০ টাকা |
গণিতে বিএসসি | 127 ক্রেডিট | ৮,৭৩,০০০ টাকা |
বিএসসি ইন মাইক্রোবায়োলজি | 136 ক্রেডিট | 9,27,000 টাকা |
ফার্মেসি ব্যাচেলর | 164 ক্রেডিট | 10,91,000 টাকা |
যারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচ, বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি হবেন তাদেরকে যে পরিমাণ ফি প্রদান করতে হবে তা নিচে তুলে ধরা হলো:
ফার্মেসি ক্রেডিট ফি বাবদ:
৬ টি Credit ফি বাবদ | ৩৬,০০০ টাকা |
সেমিস্টার ফি | ১০,০০০ টাকা |
Admission Fees | ২৫,০০০ টাকা |
লাইব্রেরী মেম্বারশিপ কার্ড | ২০০০ টাকা |
সর্বমোট= | ৭৩,০০০ টাকা ( যা অফেরত যোগ্য) |
আর্কিটেকচার এন্ড CSE :
৬ টি Credit ফি বাবদ | ৩৬,০০০ টাকা |
সেমিস্টার ফি | ৭,০০০ টাকা |
Admission Fees | ২৫,০০০ টাকা |
লাইব্রেরী মেম্বারশিপ কার্ড | ২০০০ টাকা |
সর্বমোট= | ৭২, ৫০০ টাকা ( যা অফেরত যোগ্য) |
অন্যান্য কোর্স ফি:
৬ টি Credit ফি বাবদ | ৩৬,০০০ টাকা |
সেমিস্টার ফি | ৭,০০০ টাকা |
Admission Fees | ২৫,০০০ টাকা |
লাইব্রেরী মেম্বারশিপ কার্ড | ২০০০ টাকা |
সর্বমোট= | ৭৩,০০০ টাকা ( যা অফেরত যোগ্য) |
ব্রাক বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ তথ্য সমূহ
নীতিবাক্য | উৎকর্ষের অনুপ্রেরণা |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০১ |
ইআইআইএন | ১৩৬৬৪৩ |
আচার্য রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য অধ্যাপক | ড. সৈয়দ ফারহাত আনোয়ার |
ডিন | ৯ |
শিক্ষার্থী | ১৬,৩৭৫ (২০২৩ পর্যন্ত) |
স্নাতক | ১০,০২৯ |
স্নাতকোত্তর | ১১৯১ |
ঠিকানা | ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৬৬ মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ, +880-2-222264051-4. |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | ব্রাকইউ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | bracu.ac.bd |
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মোট খরচ কত?
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়তে সর্বমোট প্রায় ১৩ লাখ টাকা লাগবে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খরচ কত?
ইউজিসির বার্ষিক প্রতিবেদনে ২০২০ সালে একটি গবেষণা দেখা গিয়েছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় 55 কোটি 23 লাখ টাকা সব থেকে বেশি ব্যয় হয়েছে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বছরে কয়টি সেমিস্টার থাকে?
তিনটি সমান সেমিস্টার আছে
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সরকারি নাকি বেসরকারি?
ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়
ব্র্যাক সিএসই মোট কত ক্রেডিট?
১৩৬ ক্রেডিট
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা হয়?
আবেদনকারীদের তাদের অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর ভর্তি পরীক্ষায় (লিখিত এবং একটি সাক্ষাৎকার) যোগ্যতা অর্জন করতে হবে ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগে?
SSC/সমমান এবং HSC/সমমানে আলাদাভাবে (অতিরিক্ত বিষয় সহ) ন্যূনতম জিপিএ 3.50 ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী চান্স পায়?
45% শিক্ষার্থী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কি হোস্টেল আছে?
ব্র্যাক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কয়টি সেশন আছে?
তিনটি সমান সেমিস্টার আছে

আমি রাহমিম খান রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আমি লেখা পড়ার পাশাপাশি লেখা লেখি করতে খুবই ভালোবাসি তাই আমার এই ব্লগ ওয়েবসাইটে আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি।